কাতার বাংলা প্রেস ক্লাবে মিলনমেলা

0

কাতার বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন, বর্ষবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দোহার বিন মাহমুদ ভিক্টোরি হোটেলে কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন গোলাম সারোয়ার মিশু, আকাশ মিডিয়া ভুবনের ভাইস প্রেসিডেন্ট নুরুল আলম, গাংচিল স্পোর্টিং ক্লাবের সভাপতি রুবেল চৌধুরী, এ আর  মামুন খান, মামুন মৃধা, খাইরুল আলম সাগর, আশিকুজ্জামান আশিক, সোলেমান গনি, সোহেল খান, মোস্তফা কামালসহ অন্যন্যারা।

রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, সাংবাদিকদের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সবাইকে একত্র করে এমন একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য কাতার বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান তিনি।  

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বৈশাখী ব্যান্ড কাতার, নৃত্য পরিবেশন করেন বলিউড সুপারস্টার অনিতা মুখার্জী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here