কাতার বাংলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

কাতার বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মার্চ) কাতারের রাজধানী দোহার রোজ বাংলার হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আমিন বেপারী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন কাতারে নিযুক্ত  বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ই-এম  আকাশ৷

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি জাকির হোসেন বাবু, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন, এমএইচ আর গোল্ড এন্ড ডায়মন্ডের স্বত্বাধিকারী হবি রহমান, কুমিল্লা ফ্রেন্ডস ক্লাবের সভাপতি শাহজালাল গাজী, শহীদ পরিবারের সন্তান সৈয়দ আনা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. দুলাল উদ্দিন, শরিফ আলম ভূঁইয়া, কোরবান আলী রাসেল, দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. সেলিম, বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ পরিষদের আহ্বায়ক বেলাল মিয়াজি প্রমুখ৷

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ভলান্টিয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য মোস্তফা কামাল, মোহাম্মদ আসিফ, বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার গোলাম রব্বানী মিরু, সাংগঠনিক সম্পাদক  আশিক উজ্জামান৷

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, কাতার বাংলা প্রেসক্লাব প্রবাসীদের আয়না, আমি আসার পর থেকে সংগঠনের কার্যক্রম দেখেছি অনেক ভালো, এই সংগঠনের প্রত্যেক সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে। তাই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রত্যেক  সাংবাদিকদেরকে জানাচ্ছি অভিনন্দন৷ দূতাবাস সবসময় কাতার বাংলা প্রেসক্লাবের সাথে থাকবে এবং কাতার বাংলা প্রেসক্লাব থেকে বড় কোনো উদ্যোগ গ্রহণ করলে  দূতাবাস সাথে থাকবে, রেমিটেন্স প্রভাব-বৃদ্ধিতে কাতার বাংলা প্রেসক্লাবের ভূমিকা ছিল অপরিসীম। 

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক দোলন খান, দোয়া পরিচালনা করেন আব্দুল্লাহ আল মামুন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here