বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার-এর উদ্যোগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইনভিত্তিক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার ড.মুস্তাফিজুর রহমান।
বুধবার নাজমাস্থ শালিমার রেস্টুরেন্টে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপ কমিটির আহ্বায়ক মোহাম্মদ সালাহউদ্দিন ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতারের সভাপতিমণ্ডলির সদস্য শফিকুল ইসলাম তালুকদার বাবু, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল মনচুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জুলফিকার আজাদ। বিচারকমণ্ডলির প্যানেলে উপস্থিত ছিলেন কাতার এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও মোহাম্মদ নুরুল কবির চৌধুরী, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ আবু শামা ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ তাফসির উদ্দিন ।
রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন বিচারকমণ্ডলির সদস্য নুরুল কবির চৌধুরী। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জামিল বিন তাফসির, দ্বিতীয় স্থান অধিকার করেন দশম শ্রেণির ছাত্রী সামরিন জাহান সারা, তৃতীয় স্থান অধিকার করেন যুগ্মভাবে দশম শ্রেণির ছাত্র মুহাম্মদ ওয়াদিস সাবা চৌধুরী ও নবম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান লুবনা।