কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কাতারের জাতীয় ক্রিড়া দিবস উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির আয়োজনে দুই দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মামুরা ক্যামবিজ বয়েজ স্কুলে এই খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দূতাবাসের লেবার মিনিস্টার ড .মুস্তাফিজুর রহমান। আশফাক উদ্দীন মামুন ও তাফসির উদ্দীনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মতিন পাটোয়ারী, হাসানুল ইমাম, শাহজাহান সাজু, ইয়াসিন মিঁয়া, শাহ আলম খানসহ অন্যান্যরা।