কাতারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু

0

প্রবাসীদের দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে কাতারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশটিতে অবস্থানরত চার লাখ প্রবাসী বাংলাদেশির স্বপ্ন পূরণ হলো।

কাতারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই মিলবে ই-পাসপোর্ট সেবা। ঘণ্টার পর ঘণ্টা বসে না থেকে সহজেই অনলাইনের মাধ্যমে যেকোনো স্থান থেকে ই-পাসপোর্টের জন্য আবেদন করা যাবে।প্রথমবারের মতো ই-পাসপোর্ট সেবা পেয়ে উল্লসিত প্রবাসীরা।

ই-পাসপোর্ট যেহেতু আধুনিক প্রযুক্তিনির্ভর তাই প্রবাসীদের সকল কাগজ পত্রের জটিলতা সংশোধন করে ই-পাসপোর্ট করার আহ্বান জানান রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীদের ই-পাসপোর্ট সেবার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহাদাত হোসেন।

ই-পাসপোর্ট সেবা কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here