কাতারে বাংলাদেশি স্বেচ্ছাসেবক গ্রুপের রক্তদান কর্মসূচি

0

কাতারে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশি স্বেচ্ছাসেবক গ্রুপের যৌথ আয়োজনে এবং হামাদ মেডিকেল কর্পোরেশনের সহযোগিতায় গতকাল রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ২ শতাধিক বাংলাদেশি স্বেচ্ছাসেবী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক, ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। 

প্রধান অতিথি রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম রক্তদান কর্সূচি উদ্বোধন করেন। তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে নানারকম মানবিক ভালো কাজে দূতাবাস পাশে থাকবে।

পরে ডিবিসি নিউজ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কাতার প্রতিনিধি আমিন ব্যাপারীসহ অন্যন্যাদের কাছে দূতাবাসের সম্মান সূচক সার্টিফিকেট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here