মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কাতারের বড় বড় ইমারত ও শপিংমলগুলো রঙিন আলোতে আলোকিত হচ্ছে। ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে মার্কেটগুলো জমে উঠেছে ঈদের কেনাকাটায়।
দেশটির শিল্পনগরী সানাইয়া প্লাজা মলে “টেক এন্ড প্রে” বাংলাদেশী মালিকানাধীন বিপণি-বিতানগুলো প্রবাসীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রঙ-বেরঙের বাংলাদেশি পাঞ্জাবিতে সয়লাব এসব মার্কেটে।
আবার অনেকেই দেশে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবেপরিবার-পরিজনের জন্য ঈদের কেনাকাটা শেরে নিচ্ছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও স্থানীয়রাও এসব দোকান থেকে পছন্দের পোশাক কিনছেন।