কাতারে গাংচিল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত বাংলাদেশ কাতার গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান ও ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রুবেল চৌধুরীর সভাপতিত্বে ও রাজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. সিরাজুল হক।
জাফর আহমেদ লস্করের পরিচালনায় টুর্নামেন্টে ১২ দলের অধিনায়কসহ আরো উপস্থিত ছিলেন নূরুল আলম, সুমন মিয়াজি, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদসহ অন্যান্য খেলোয়াড়রা। প্রবাসে কর্মব্যস্ত জীবনে শরীর ও মনকে চাঙ্গা রাখতে সাপ্তাহিক বন্ধের দিনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করতে বদ্ধ পরিকর বলে জানান আয়োজক কমিটি।