দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভের মুখে আঞ্চলিক বাহিনীর প্রতি ইরানে হুমকির পর কাতারের রাজধানী দোহার কাছে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর আল উদেইদ ঘাঁটির কিছু কর্মীকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার মধ্যে তাদের মার্কিন ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তিনজন কূটনীতিক তথ্য নিশ্চিত করেছেন। যদিও মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
উল্লেখ্য, আল উদেইদ হল মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। গত বছরের জুনে ইরান এই মার্কিট ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এবারও সামরিক হামলার আশঙ্কায় মার্কিন বিমান হামলার আগে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে কিছু কর্মীকে সরিয়ে নিলো।
এদিকে রয়টার্সের প্রতিবেদনে তেহরানে গত দুই সপ্তাহ ধরে চলমান দেশব্যাপী বিক্ষোভে অন্তত ২ হাজার ৬০০ জন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, সাধারণ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

