মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নতুন প্রধানমন্ত্রী হলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ আল থানির নাম ঘোষণা করলে মঙ্গলবার তিনি শপথ নেন।
শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল-থানির স্থলাভিষিক্ত হবেন তিনি। ২০২০ সাল থেকে আব্দুল আজিজ আল-থানি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।
কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্সি ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ সংস্থা আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় বার্তাসংস্থার প্রতিবেদনে বিস্তারিত তেমন কিছু জানানো হয়নি, তবে বলা হয়েছে— নতুন প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা পুনর্গঠনের এখতিয়ার দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার জন্য তার পরিবারের সদস্যদের ওপরই ভরসা করেন। নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ তার পরিবারেরই সদস্য।
তবে সরকারপ্রধানের পদ পাওয়ার ক্ষেত্রে পারিবারিক পরিচয়ের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের সংকটজনক মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ব্যাপারটিও আমিরের বিবেচনায় ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ২০১৬ সালে দেশের পররাষ্ট্রমন্ত্রী হন। তার পরের বছরই জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। সূত্র: কাতার নিউজ এজেন্সি, আরব নিউজ, আল জাজিরা, রয়টার্স