কাতারের ক্লাব আল সাদে মানচিনি

0
কাতারের ক্লাব আল সাদে মানচিনি

এক বছর কোচিংয়ের বাইরে থাকার পর নতুন দায়িত্ব পেলেন রবের্তো মানচিনি। তাকে নিয়োগ দিয়েছে কাতারের ক্লাব আল সাদ।

ইতালি জাতীয় দল ও ইন্টার মিলানের সাবেক এই কোচের সঙ্গে আড়াই বছরের চুক্তির কথা জানিয়েছে কাতারের ক্লাবটি। গত বছরের অক্টোবরে সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর থেকে ডাগআউটের বাইরে আছেন ৬০ বছর বয়সী এই ইতালিয়ান কোচ। এবার তার অপেক্ষা শেষ হতে যাচ্ছে।

কাতারি লিগের চলতি মৌসুমে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আল সাদ, শীর্ষে থাকা আল-গারাফার চেয়ে তারা ৮ পয়েন্ট পিছিয়ে আছে। কোচ হিসেবে মানচিনির সবচেয়ে সফল সময় কেটেছে ইন্টার মিলানে। ২০০৪ থেকে ২০০৮ সালের মধ্যে ক্লাবটিকে তিনি জেতান তিনটি সেরি আ, দুটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ।

মানচিনির কোচিংয়েই ইতালি জিতেছিল ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। প্রিমিয়ার লিগ যুগে তার হাত ধরেই ম্যানচেস্টার সিটি ২০১১-১২ মৌসুমে প্রথমবার লিগ শিরোপা জিতেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here