ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর এক কমান্ডার বুধবার মার্কিন হামলায় নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে ইরাকে একতরফা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর ওপর হামলার সরাসরি পরিকল্পনা ও অংশগ্রহণের জন্য দায়ী কাতাইব হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করা হয়েছে। তবে বিবৃতিতে কমান্ডারের নাম উল্লেখ করা হয়নি।
একটি সূত্র জানিয়েছে, হামলায় তিনজন নিহত হয়েছে। ওই হামলায় ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়।
কাতাইব হিজবুল্লাহ যোদ্ধা ও কমান্ডাররা পপুলার মোবিলাইজেশন ফোর্সের অংশ।