কাটার আগেই পুড়ে ছাই হলো ৩৬ বিঘা পাকা গম

0

এক কৃষকের ছোট্ট অসতর্কতায় জমিতেই পুড়ে ছাই হয়ে গেল ২৪ কৃষকের ৩৬ বিঘা পাকা গম।  নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া এলাকায় শুক্রবার দুপুর ২টার দিকে লাগা আগুনে পুড়ে ছাই হলো ৩৬ বিঘা পাকা গম। এক ঘণ্টা পর ৩টার দিকে খবর পেয়ে এলাকাবাসী ও বনপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সে আগুন নেভায়।

জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, রওশন হোসেন নামের এক কৃষক সকালে তার জমির পাকা গম কেটে ঘরে তোলে। দুপুর ১২টার দিকে গমের খড়ের গোড়ার অংশগুলো ধ্বংস করার জন্য তাতে আগুন দিয়ে বাড়ি চলে আসে। জুমার নামাজের দিন এবং অপরদিকে প্রথম রোজার দিন হওয়ায় ফসলের মাঠে কোন কৃষক ছিল না। পরবর্তীতে খড়ের সে আগুন পাশের পাকা গম গাছে লাগার পর তা দ্রুত অন্যান্য কৃষকের জমিতে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত অন্যান্য কৃষকদের মধ্যে মজিদ, কাদের, চাঁদ মিয়া, সাত্তার, গাফফার বিলাপ করে জানান, সামনে ঈদ। গম বিক্রি করে ছেলে-মেয়েদের জন্য ঈদের জামা-কাপড় কিনতে পারতাম। কিন্তু সেটা আর হলো না। এছাড়া অনেকেই সমিতি থেকে ঋণ করে গম বুনেছিলেন। সে টাকাও পরিশোধ করা সম্ভব হবে না। এমন ক্ষতিতে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে।    
 
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, ক্ষতিগ্রস্তদের নামের তালিকা করে প্রত্যেককে দ্রুত প্রণোদনা প্রদানের ব্যবস্থা করা হবে।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here