কাঞ্চনের শারীরিক অবস্থা কেমন, জানালেন রোজিনা

0
কাঞ্চনের শারীরিক অবস্থা কেমন, জানালেন রোজিনা

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে কঠিন সময় পার করছেন। ব্রেন টিউমারে আক্রান্ত এই নায়ক চিকিৎসা নিচ্ছেন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে।

এই খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, ভক্ত ও চলচ্চিত্র অঙ্গনে উদ্বেগের ছায়া নেমে আসে। এমন অবস্থায় তার পুরনো সহ-অভিনেত্রী, জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ছুটে গিয়েছিলেন হাসপাতালে প্রিয় সহকর্মীকে দেখতে।

রোজিনা জানান, তিনি লন্ডনে অবস্থান করছিলেন এবং নিয়মিতই কাঞ্চনের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে তিনি কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে দেখা করেন নায়কের সঙ্গে।

তিনি বলেন, “কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে বেশ দৃঢ়। ব্রেনের সমস্যা থাকায় মাঝেমধ্যে কিছু স্মৃতি ভুলে যান, তবে সামগ্রিকভাবে তাকে আমি ভালো দেখেছি।”

রোজিনা আরও জানান, কাঞ্চন বর্তমানে নিয়মিত নামাজ পড়ছেন এবং ধীরস্থিরভাবে কথাবার্তা বলছেন।

বর্তমানে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন বলে জানা গেছে।

চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here