কাজ নির্ভর করে ব্যক্তির ওপর। সংরক্ষিত আসনে কিংবা সরাসরি নির্বাচনে যিনি জয়ী হয়ে জাতীয় সংসদে আসেন না কেন, তার কাজ নির্ভর করে ব্যক্তির ওপর।
বুধবার বিকাল পৌনে ৪টার দিকে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন ফরিদা ইয়াসমিন, এমপি।
এর আগে এমপিরা শপথ গ্রহণ করতে এসে তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নারী ও শিশুদের জন্য কাজ করার পাশাপাশি নিজ নির্বাচনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখার কথাও জানান তারা।
প্রসঙ্গত, বুধবার বিকাল তিনটা ৪০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ বাক্য পাঠ করান।
প্রথমে আওয়ামী লীগের ৪৮ জন, পরে জাতীয় পার্টির ২ জন শপথ নেন। শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন তারা।