কাজিপুরে চোরাই মোটরসাইকেলসহ আটক ৪

0

সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার মাইজবাড়ি ও শুভগাছা ইউনিয়ন এ অভিযানটি পরিচালনা করা হয়।

আটক আসামিরা হলেন উপজেলার কুনকুনিয়া মোল্লাবাড়ী এলাকার মৃত হযরত মোল্লার ছেলে সাকিবুল হাসান (২২), ছালাভরা মধ্যপাড়া এলাকার সামছুল হকের ছেলে ইউসুফ মন্ডল (২১), কুনকুনিয়া হঠাৎপাড়া এলাকার সাহেব আলীর ছেলে বিপ্লব মিয়া (২৬) ও বিয়াড়া চরপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে শরিফুল ইসলাম জয় (২২)।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজিপুর উপজেলার মাইজবাড়ি ও শুভগাছা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের চারজনকে আটক করা হয়। এসময় ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here