সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের সচেতনতার উদ্দেশ্যে একটি গণ নাটক মঞ্চায়িত করা হয়েছে। রবিবার বিকেলে নাটকটি মঞ্চায়িত করা হয়।
গণনাটকে কিশোরীদের বয়সন্ধিকালীন সমস্যা, বয়ঃসন্ধিকাল সময়ে সতর্কতা বিষয়ক নানান চিত্র তুলে ধরার পাশাপাশি সমাজের নানা ধরনের কুসংস্কার উঠে এসেছে। নাটকটিতে অভিনয় করেছে ডিডিপি কিশোরী দলের সদস্য জিম, লাবন্য, শরিফা, ছন্দা, নাসিমা, সাথী, রঞ্জনা, নিলা ও রুপা। দুই শতাধিক ছাত্রী নাটকটি উপভোগ করেন।