কাজাখস্তানের আলমাটি শহরে গত ১৫ মে অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইন্সটিটিউশন্স ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (অ্যাডফিয়াপ)-এর ৪৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সভায় স্বাগত বক্তব্য দিয়েছেন অ্যাডফিয়াপ’র ভাইস চেয়ারম্যান এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজাখস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ইয়েরুলান কে. জামাউবায়েভ। এছাড়া আলমাটি শহরের মেয়র এরবোলাত দোসোয়াইয়েভসহ বিভিন্ন আঞ্চলিক উন্নয়ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা এই আয়োজনে হাজির হয়েছিলেন। এ বছরের বার্ষিক সাধারণ সভা এবং সম্মেলনের অংশ নিচ্ছেন ২৫০ জন সিইও এবং এশিয়া-প্যাসিফিকের ৪০টি দেশের বোর্ড সদস্যরা।