‘কাজরা’ গানে ‘বউমা’ ঐশ্বরিয়ার সঙ্গে নাচ, মুখ খুললেন অমিতাভ

0

২০০৫ সালে শাদ আলী নির্মিত বলিউড সিনেমা ‘বান্টি আউর বাবলি’ মুক্তি পায়। এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন রানী মুখার্জি ও অভিষেক বচ্চন। সিনেমাটিতে ‘কাজরা রে’ শিরোনামে একটি আইটেম গান ছিল। এ গানে ঐশ্বরিয়া রায় বচ্চনের সঙ্গে নাচতে দেখা যায় বাবা-ছেলে। অর্থাৎ অভিষেক বচ্চন ও অমিতাভ বচ্চন।

এ গানের শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল ‘শ্বশুর’ অমিতাভ বচ্চনের? বহু বছর পর এ নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন। এ অভিনেতা বলেন, গানটিতে আমরা তিনজন ছিলাম। তখন ঐশ্বরিয়া আমার বউমা ছিল না, এখন হয়ে গিয়েছে। পেশাদার অভিনেতা হিসেবেই নেচেছিলাম।

উল্লেখ্য, ২০০৭ সালে ভালোবেসে বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক। ২০১১ সালে এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় তাদের কন্যা আরাধ্যা। এখন কাজের চেয়ে স্বামী-সন্তান-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন ঐশ্বরিয়া। সূত্র : টিভি৯ ও হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here