কাগজের ব্যাটারি!

0

এবার কাগজ দিয়ে ব্যাটারি তৈরি করার দাবি করেছেন গবেষকরা। তারা বলছেন, এই ব্যটারি পচনশীল। প্রচলিত শক্তি সঞ্চয় ও ব্যবহারের পদ্ধতিতে বিপ্লব ঘটাতে পারে এটি।

সিঙ্গাপুর ভিত্তিক স্টার্টআপ ‘ফ্লিন্ট’ কাগজের ব্যাটারি নিয়ে কাজ করছে। কোম্পানিটি বলছে, এটিই বিশ্বের অন্যতম টেকসই ব্যাটারি। পরিবেশবান্ধব বিভিন্ন উপাদান ব্যবহার করে এটি তৈরি করেছেন গবেষকরা। বর্তমান ব্যাটারির মাধ্যমে তৈরি হওয়া পরিবেশ দূষণ প্রক্রিয়ার বিপরীতে এই ব্যাটারি হবে পরিবেশ বান্ধব। মাটিতে পুঁতে রাখলে মাত্র ছয় সপ্তাহের মধ্যেই মিশে যাবে এটি।

ফ্লিন্ট দাবি করেছে, প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির মতোই দীর্ঘস্থায়ী হবে এই কাগজের ব্যাটারি। সেই সাথে এই ব্যাটারি হালকা, সাশ্রয়ী ও দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস চার্জিংয়ের জন্য যথেষ্ট কার্যকর।

ফ্লিন্ট ব্যাটারিটিকে ‘যুগান্তকারী বায়োডিগ্রেডেবল ও রিচার্জেবল ব্যাটারি প্রযুক্তি’ হিসাবে বর্ণনা করেছে।

কাগজের টুকরার মধ্যে হাইড্রোজেলের একটি রিং ব্যবহার করে কাজ করে ব্যাটারিটি। এই হাইড্রোজেলের রিংটি এখানে ইলেক্ট্রোলাইট ও বিভাজক হিসাবে কাজ করে। প্রচলিত লিথিয়াম-আয়ন ব্যাটারির উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে মিল রেখেই ডিজাইন করা হয়েছে এটিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here