নারায়ণগঞ্জের ফতুল্লায় কাগজের কার্টুন থেকে নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ফতুল্লার শান্তিধারা এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, শান্তিধারা এলাকায় অবস্থিত পিবিআই অফিসের বিপরীত দিকের সড়কের পাশে একদিন বয়সের নবজাতক ছেলে শিশুর লাশ কাগজের বাক্সে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।