রাজধানীর কাওলা মাঠে আজ আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে এই জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সবধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এরই মধ্যে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে জনসভাস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।