‘কাউকে ছোট করে কেউ বড় হয় না, শুধু নোংরামি ছড়ানো হয়’

0
‘কাউকে ছোট করে কেউ বড় হয় না, শুধু নোংরামি ছড়ানো হয়’

বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন অর্চিতা স্পর্শিয়া। এরপর টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। অসুস্থতার কারণে সাময়িক বিরতি নিলেও শিগগিরই কাজে ফিরবেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব স্পর্শিয়া। যেখানে নিজের ভালোলাগা মন্দলাগার বিষয়গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন। 

এক ফেসবুক পোস্টে স্পর্শিয়া লিখেছেন, যাকে নিয়ে যা ইচ্ছা তা বানিয়ে বলে দিলেই কিছু প্রমাণ হয় না। না তো যাকে ছোট করার চেষ্টা করেন সে ছোট হয়, না তো কাউকে ছোট করে আপনি বড় হন। অযথা শুধু নোংরামি ছড়ানো হয়।

তার কথায়, কোনো মেয়েকে নিয়ে বাজে কথা বলা পারিবারিক মানসিক অসুস্থতা। দেশ, সমাজ এবং আমাদের জীবন চলা উচিত সুস্থ রাজনীতি, সুস্থ মন মানসিকতা এবং সুশিক্ষার ওপর।

অর্চিতা স্পর্শিয়াকে সর্বশেষ দেখা গেছে গত বছরের ঈদে ‘নূর’ ও ‘শেষটা তুমি’ নাটকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘জলকিরণ’ এবং ‘রক্ত ময়ূর’ নামের দুটি সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here