নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কাঁচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং সোনারগাঁ উপজেলা ভাইস-চেয়ারম্যান বাবুল ওমর বাবুর নেতৃত্বে এ মিছিল হয়।
সোনারগাঁ উপজেলা ভাইস-চেয়ারম্যান বাবুল ওমর বাবু বলেন, সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবিলা করার ঘোষণাও দেন তারা। শেখ হাসিনার নেতৃত্বে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ রয়েছে।
মোশাররফ হোসেন জানান, অবরোধের নামে মহাসড়কে কোন নাশকতা নৈরাজ্য বিএনপি-জামায়াতকে করতে দেয়া হবে না। নাশকতা রোধে আমাদের এই অবস্থান ও মিছিল। আমরা জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করব।