ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে মো. আরিফ (২০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গঙ্গানগর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। মৃত আরিফ বগাবাড়ি এলাকার আকবর আলী খানের ছেলে।
তিনি আরও জানান, আরিফ একজন মানসিক রোগী। বিকালে বাসা থেকে বের হয়ে গঙ্গানগর রেললাইনে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আরিফ মারা যায়। তার পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে আরিফের লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছি।