ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৫ কেজি গাঁজাসহ তিন নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকার চাপিয়া-আদ্রা সড়ক থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিন নারীকে আটক করে। এসময় তাদের দেহে বডি ফিটিং অবস্থায় ৬টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া গ্রামের নোয়াব মিয়ার স্ত্রী পারভীন আক্তার প্রকাশ আসমা (৩৭), গোপিনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামের লতিফ মিয়ার মেয়ে শিরিনা আক্তার (২৩) ও ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার শাসলা পিয়ালা গ্রামের মোতালিব মিয়ার মেয়ে মোছা. রুমা খাতুন (২০)।