করিম বেনজেমা-রদ্রিগো-মার্কো আসেনসিওদের আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকল কাদিস গোলরক্ষকের বাঁধে। পোস্ট ও ক্রসবারও বাধ সাধল। ফরোয়ার্ডদের ব্যর্থতার মিছিলে দলকে পথ দেখালেন ডিফেন্ডার নাচো ফের্নান্দেস। খুব কষ্টের জয়ে লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে শনিবার (১৫ এপ্রিল) লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। একাদশে ছয়টি পরিবর্তন এনে খেলতে নামা দলকে নাচো এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান আসেনসিও। শিরোপা লড়াইয়ে অবশ্য এখনও বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে রিয়াল। ২৯ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭২।
৩৫তম মিনিটে মুহূর্তের ব্যবধানে দুর্দান্ত দুটি প্রচেষ্টা বিফলে যায় রিয়ালের। বাঁ দিক দিয়ে রদ্রিগো বল পায়ে বক্সে ঢুকে দুজনের মধ্যে দিয়ে ছোট করে বাড়ান আসেনসিওর পায়ে, তার শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন খিল। তারপরও সুযোগ ছিল; কিন্তু ফিরতি বল পেয়ে বেনজেমার শট বাধা পায় ক্রসবারে। সুযোগ হারানোর মিছিলে ৪০তম মিনিটে যোগ দেন রদ্রিগো। একজনকে কাটিয়ে বক্সে ঢুকে সামনে গোলরক্ষককে একা পেয়েছিলেন তিনি; কিন্তু তার শট ঝাঁপিয়ে রুখে দেন খিল। দুই মিনিট দানি সেবাইয়োসের জোরাল উঁচু শট লাফিয়ে ঠেকান স্প্যানিশ এই গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের শুরুতেও সেই একই চিত্র; খিলের দেয়ালে আটকে যায় রিয়ালের আরেকটি প্রচেষ্টা। এদের মিলিতাওয়ে দারুণ থ্রু বল রদ্রিগো বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে পড়েন; কিন্তু ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষকের বাধা এড়াতে পারেননি তিনি। ৫৭তম মিনিটে আরেকটি সুবর্ণ সুযোগ হারায় রিয়াল। ফেদে ভালভেরদের পাস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পান রদ্রিগো, গোলরক্ষক আগেই অন্য পাশে ঝুঁকে পড়ায় সামনে ফাঁকা জাল; কিন্তু অবিশ্বাস্যভাবে বাইরে মারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড! ৬৪তম মিনিটে আবারও দুর্ভাগ্য পথ আগলে দাঁড়ায় বেনজেমার সামনে, তার শট ফের বাধা পায় পোস্টে।
৭২তম মিনিটে অবশেষে ডেডলক ভাঙতে পারে রিয়াল। অহেলিয়া চুয়ামেনির পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে নিচু জোরাল শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার নাচো। এগিয়ে যাওয়ার চার মিনিটের মধ্যে দ্বিতীয় গোল পেয়ে যায় রিয়াল। মাঝ বরাবর দিয়ে ওঠা আক্রমণে ভালভেরদের পাস বক্সে পেয়ে বাঁ দিক থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আসেনসিও। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষেও দলের দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। ৮৭তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল শট নেন আসেনসিও। ঝাঁপিয়ে ব্যবধান বাড়তে দেননি খিল।
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মাঠে নামবে রিয়াল। প্রথম লেগে ২-০ গোলে জিতেছে তারা।