কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করায় চারজনের নামে অভিযোগ

0

বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজ গেটের সামনে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছামির ইসলামকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে আহত ছামিরের বড় ভাই ছাব্বির হোসেন এই অভিযোগটি দোয়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার সান্দিড়া গ্রামের তহিদুল ইসলামের ছেলে ছামির প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুর দেড়টায় সান্তাহার সরকারি কলেজে পরীক্ষা দেওয়ার জন্য যায়। এ সময় ছামির কলেজের গেটে পৌঁছানো মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে সান্দিড়া গ্রামের মিঠুর ছেলে রিফাত (২০), নামা পোঁওতা গ্রামের সিয়াম (২১),অকৈ (২০) ও সান্তাহার হাটখোলা বাঁধন (২২) দলবল নিয়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে আহত করে।  স্থানীয়রা আহত ছামিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here