কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেলকে (৩১) গ্রেফতার করেছে র্যাব।
রবিবার বিকালে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এদিকে ঘটনার পর থেকে আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারি চালায় র্যাব। একপর্যায়ে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার নতুন বাজার এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়। রবিবার বিকালে কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবিরের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামি রুবেল পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকার এংরাজের ছেলে।
গ্রেফতারের পর তাকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়।