কলেজের মেয়েরা তো প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়: রাভিনা

0
কলেজের মেয়েরা তো প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়: রাভিনা

একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়ান বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তাদের সেই সম্পর্ক বাগদান পর্যন্ত গড়ালেও বিয়েটা আর হয়নি। বর্তমানে দুজন আলাদাভাবে তাদের সংসারজীবন নিয়ে সুখেই আছেন। 

বহু বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরোনো সম্পর্ক ও বাগদান ভেঙে যাওয়া নিয়ে কথা বলেন রাভিনা। তিনি বলেন, আমি তো সেসব (সম্পর্কের কথা) ভুলেই গেছি। হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনো যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়। আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা— সেটাই এখনো লোকের মাথায় ঘুরছে! কেন জানি না। সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে?

বর্তমানে রাভিনা ব্যবসায়ী অনিল থাডানির সঙ্গে ২১ বছরের দাম্পত্যজীবন পার করছেন। তাদের মেয়ে রাশা থাডানি চলতি বছর বলিউডে পা রেখেছেন। অন্যদিকে, টুইঙ্কেল খান্নার সঙ্গে দুই যুগের সংসারজীবন চলছে অক্ষয়ের। 

উল্লেখ্য, ‘মোহরা’ ছবির সময় অক্ষয় ও রাভিনার ঘনিষ্ঠতা বাড়ে, যা সে সময় বলিউডে বহুল চর্চিত ছিল। নব্বইয়ের দশকের শেষে পারিবারিকভাবে তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। তবে কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here