কলেজছাত্রী অপহরণের ঘটনায় ৩ যুবক গ্রেফতার

0

নোয়াখালী সুধারামের সাহেবের হাট এলাকায় কলেজছাত্রী ও তার মাকে মাইক্রো যোগে অপহরণের ঘটনায় সুধারাম থানায় শনিবার রাতে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরিফ, সুমন ও সোহেলকে গ্রেফতার করেছে। 

এর আগে শনিবার সকাল ১১টায় সুধারামের হায়দার মিয়ার হাট এলাকা থেকে সোনাপুর নিজ বাড়িতে আসার পথে রাকিব বাহিনীর নেতৃত্বে ৮-১০ জন বখাটে যুবক মাইক্রো যোগে কলেজছাত্রী ও তার মার গতিরোধ করে এবং কলেজছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোতে উঠিয়ে নিয়ে যায়। মা ও তার স্বজনদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মোটরসাইকেল যোগে ধাওয়া করে মাইক্রোকে আটক করে এবং দুই যুবককে পিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়। পরে ঘটনার সাথে জড়িত সোহেল নামে আরও একজনকে আটক করা হয়। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে সুধারাম থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। 

সুধারাম থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই চিরঞ্জীব সত্যতা করে বলেন, এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে এবং তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। 

সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here