কলেজছাত্রকে হাতুড়িপেটার বিচার দাবিতে মানববন্ধন-রাস্তা অবরোধ

0

টাঙ্গাইলের কালিহাতীতে চর নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে চাঁদা জন্য হাতুদি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে বখাটেরা। জিম আশংকাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নির্যাতনকারী বখাটে সম্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার মানববন্ধন এবং রাস্তা অবরোধ করেছেন কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। 

এরআগে সোমবার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটায় বখাটেরা। অভিযুক্ত বখাটেরা হলেন উপজেলা নগরবাড়ী গ্রামের বখাটে সম্রাট (২৭) ও রনি। প্রভাবশালীদের ছত্রছায়ায় বখাটে সম্রাট ও তার সহযোগীরা বিভিন্ন অপরাধ করে থাকে।

কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, সম্রাট এলাকার স্বীকৃত মাদকসেবী এবং বখাটে। সে প্রতিনিয়তই বিভিন্ন অপরাধ করে থাকে। সোমবার এই বখাটে কলেজে পরীক্ষা হলরুমে প্রবেশ করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে জিমকে শরীরের বিভিন্নস্থানে এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। 

কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, বখাটে সম্রাটের বিভিন্ন কর্মকাণ্ড জেনেছি। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here