কলেজছাত্রকে কুপিয়ে আহত করার অভিযোগে ৩ স্কুলছাত্র আটক

0

টাঙ্গাইলের সৃষ্টি কলেজে অধ্যয়নরত সূর্য নামের এক ছাত্রকে কোপানোর অভিযোগে স্কুল শাখার এসএসসি পরিক্ষার্থী তিন ছাত্রকে আটক করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। হামলায় গুরুতর আহত সূর্য বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠান সংলগ্ন টাঙ্গাইল পৌর শহরের সুপারী বাগান এলাকায় ঘটনাটি ঘটে। আটক ছাত্ররা হলো সৃষ্টি একাডেমিক স্কুলের এসএসসি পরিক্ষার্থী জিদান, ইসমাম ও আসলাম।

আহত সৃষ্টি কলেজছাত্র সূর্য (১৭) মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ধামসুর গ্রামের কৃষক জুলহাস মিয়ার ছেলে। সে সৃষ্টি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও প্রতিষ্ঠানের এনএক্স আবাসিক ভবনে বসবাসরত।   
ঘটনাটি ধামাচাপা দিতে সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এমনকি ঘটনাটি থানা পুলিশকেও অবগত করা হয়নি।

সৃষ্টি কলেজের এনএক্স আবাসিক ভবনের ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, হামলার শিকার ও হামলাকারীরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র। কেন আর কি কারণে হামলার ঘটনাটি ঘটেছে সেটি তিনি স্পষ্ট না। এ বিষয়ে প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে সেটিও তিনি অবগত নন।
আবাসিক ভবনের নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে দায়িত্বরত ইনচার্জ আরও বলেন, ঘটনাটি প্রতিষ্ঠানের বাইরে ঘটেছে।
সৃষ্টি শিক্ষা পরিবারের পরিচালক মোস্তাফিজুর রহমান হ্যাপি বলেন, ঘটনাটি নিয়ে প্রতিষ্ঠানিকভাবে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এছাড়া থানা পুলিশকেও বিষয়টি অবগত করা হয়নি।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সহকারী উপ-পুলিশ পরিদর্শক) আতিকুর রহমান ভূঁইয়া জানান, সৃষ্টি শিক্ষা পরিবারের সূর্য নামের এক ছাত্রকে হাসপাতালের ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কয়েকজন ছাত্র তাকে মারধর করেছে, এমন তথ্য জানতে পেরেছি। মামলার বিষয়টি সদর থানা কর্তৃপক্ষ অবগত করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here