কলারোয়া সীমান্তে এলএসডি ও হিরোইনসহ সাবেক মেম্বার আটক

0

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৪ বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক ও ১ কেজি হিরোইন উদ্ধার করা হয়েছে। এসময় হাসানুজ্জামান নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারী হাসানুজ্জামান (৪০) কলারোয়া উপজেলার সোাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর পুত্র।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাবেক এই ইউপি সদস্যের বিরুদ্ধে কলারোয়া থানায় মদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুুতি  চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here