পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায মাথা ও ডান হাতে আঘাত পেয়েছেন তিনি।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পৌর শহরের এতিমখানা সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলার নিন্দা জানিয়ে তার বড় ভাই ১১৪ পটুয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম লিটন বলেন, কারও সাথে আমাদের ব্যক্তিগত ঝামেলা নেই। হঠাৎ করে কেন বা কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা তার বোধগম্য নয়।
কলাপাড়া থানা ওসি মো.আলি আহম্মেদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।