পটুয়াখালীর কলাপাড়ায় বালু জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ শাকিল গাজীর (২৩) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার বিকাল সাড়ে তিনটায় পৌর শহরের বাদুরতলী স্লুইজ সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। মৃত শাকিল পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে।
জানা গেছে, শাকিল গাজী জাহাজে শ্রমিকের কাজ করতেন। জাহাজ নোঙ্গর করার সময় রশি সিটকে তার মাথায় লাগলে সে নদীতে পড়ে নিখোঁজ হন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান, ঘটনাটি শোনার পরপরই শনিবার রাত থেকে আমাদের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পরে রবিবার বিকাল সাড়ে তিন টায় বাদুরতলী স্লুইজ সংলগ্ন নদীতে লাশ ভাসমান অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ বলেন, লাশ ময়না তদন্তের জন্য মার্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।