পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় সিপিপির সদস্য। দুর্যোগপর্ব ও পরবর্তী সময় কী কী করণীয়, তা দেখতে মাঠের চারপাশে জড়ো হয় গ্রামের নারী, পুরুষ ও শিশুরা।
জাপান মোফা ডিআরআর প্রজেক্টের উদ্যোগে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস জাপান এটির আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মো. বাবুল মিয়া। প্রধান অতিথি ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন প্রজেক্ট ম্যানেজার মাসাহিকো ইয়োদা, কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান।