সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় ৯৬ জন জেলের মাঝে ইলিশ শিকারের জাল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিকল্প কর্মসংস্থানের জন্য আরও ৩২ জন প্রান্তিক জেলেকে একটি করে গরু দেওয়া হয়।
মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের জালাল উদ্দীন কলেজ মাঠে এসব বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি।