পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম প্রতিনিধিদের করণীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের হল রুমে ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সটিটিউটের সহযোগিতায় এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশন আয়োজন করে। এক দিনের এ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মো.হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির। সঞ্চালনা করেন ওয়েব ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মো.আশিকুর রহমান।
কর্মশালায় স্থানীয় সরকার পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর সক্ষমতা বৃদ্ধি করা, জলবায়ু সুশাসন প্রক্রিয়াকে সহায়তা করার লক্ষ্যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা জোরদার করা, সংশ্লিষ্ট সরকারি সেবাগুলোর দায়বদ্ধতা বৃদ্ধি এবং বিভিন্ন অংশীজনদের মধ্যে সমন্বয় শক্তিশালী করার ওপর জোর দেয়া হয়।
এ সময় ২০ জন গণমাধ্যম প্রতিনিধি গ্রুপ ওয়ার্ক শেষে জলবায়ু সুশাসন নিশ্চিত করতে তাদের মতামত তুলে ধরেন।