শীত বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় বেড়ে গেছে পুরাতন গরম কাপড়ের ক্রয়-বিক্রয়। উপজেলার বিভিন্ন হাট বাজারে জমে উঠেছে কাপড়ের দোকানগুলো।
মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন পৌরশহরের মিনি সুপার মার্কেটে পুরাতন শীতবস্ত্রের বাজারে পছন্দমতো কমদামে গরম কাপড় কিনতে দেখা গেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের।
শীতবস্ত্রের বাজার ঘুরে দেখা যায়, শীত বাড়তে থাকায় দোকানের সংখ্যাও বেড়েছে। সেই সঙ্গে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। শিশু থেকে সব বয়সী মানুষের জন্য ৫০ টাকা থেকে দেড়শ’ দুইশ’ এবং কোনো কোনো ক্ষেত্রে সাড়ে ৩শ’ টাকার মধ্যে ভালো মানের সোয়েটার কিনছেন তারা। এ ছাড়া এক একটি কোর্ট ৩শ’ থেকে ৫শ’ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।
প্রায় সব দোকানেই পুরোনো কাপড় বিক্রি করা হয়। নিম্নআয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরাও এখান থেকে কাপড় কিনতে দেখা গেছে। এসব দোকানগুলো ‘গরিবের শীতের মার্কেট’ হিসেবে পরিচিতি পায়। এখন অনেক মধ্যবিত্তরাও শীতের গরম কাপড় কিনছেন আসেন।
ক্রেতা নুরুল ইসলাম বলেন, ‘আমারা নিম্ন-মধ্যবিত্ত মানুষ। তাই এই মার্কেটে বাচ্চার জন্য শীতের পোশাক কিনতে এসেছি। এ বছর শীতের শুরুতেই তীব্রতা টের পাচ্ছি।’
বিক্রেতা মো.কালাম বলেন, ‘গত বছর শীত কম পড়ায় আমরা এই মার্কেটের পুরাতন শীতের পোশাক তেমন বিক্রি করতে পারিনি। এ বছর শুরু থেকে বিক্রি হচ্ছে। আশা করি সামনের দিনগুলোতে বিক্রি ভাল হবে।’

