পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর শহরের শহীদ শেখ কামাল অডিটরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মুহিববুর রহমান মহিব এমপি। সভার উদ্বোধক হিসেবে ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো.সাইফুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.ফয়জুল ইসলাম আশিক তালুকদার। এর আগে বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন। তবে কর্মীসভায় বিশৃঙ্খলা রোধে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।