কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, ভোগান্তিতে শ্রমজীবীরা

0
কলাপাড়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, ভোগান্তিতে শ্রমজীবীরা

সমুদ্র উপকূলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় শীতের তীব্রতা কিছুটা কমলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সকাল গড়িয়ে বেলা বাড়া পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীণ জনপদ। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সেই সঙ্গে বইছে দক্ষি দক্ষিণা হিমেল হাওয়া। 

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় সর্বনিম্ন ১৬.০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এদিকে, বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশা এবং ঠাণ্ডা বাতাসে ভোগান্তিতে পড়েছে বিভিন্ন যানবাহনের চালকসহ নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। এছাড়া ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে হাসপাতালে।  

ইজিবাইক চালক রফিক মিয়া বলেন, গত দুইদিন পর্যন্ত আকাশে ঘন মেঘ রয়েছে। তাই ভোর থেকে কুয়াশার আস্তরনটা অনেক বেশি পড়ছে। সকাল থেকে গাড়ি চালানো বন্ধ রেখেছিলাম। কুয়াশার কারণে ১০ ফুট সামনের কিছু দেখা যাচ্ছে না। সেই সঙ্গে হিম বাতাসও অনুভূত হয়েছে। 

ফেরিঘাট সংলগ্ন খেয়ার নৌকা চালক ইদ্রিস বলেন, নদীতে ব্যাপক কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। ভোর থেকে প্রায় ২ ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ রেখেছি। পরে সকাল নয়টার দিকে কুয়াশা কিছুটা কমার পর নৌকা চালানো শুরু করেছি। এতে যাত্রী এবং আমরা কিছুটা ভোগান্তিতে পড়েছি। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‘আগামীকাল থেকে ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা আরও বাড়তে পারে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here