কলম্বিয়া ভার্সিটির বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্সকে আরও জনপ্রিয় করার অঙ্গীকার

0

কলম্বিয়া ভার্সিটির বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্সকে আরও জনপ্রিয় করার অঙ্গীকার

নিউইয়র্ক সিটিতে অবস্থিত বিশ্বখ্যাত কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ রিসোর্স সেন্টারের পরিচালক ড. স্টিফ্যান চারিতোস এবং কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের মধ্যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক প্রেক্ষাপটে বর্তমান বিশ্বে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বের বিবেচনায় বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে প্রচার ও প্রসারের গুরুত্ব আরোপ করা হয়।

নতুন প্রজন্মের বাংলাদেশি-আমেরিকানদের পাশাপাশি যারা শিক্ষা, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশে ভ্রমণ করেছেন তাদের মধ্যে বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চালুকৃত বাংলা ভাষা প্রশিক্ষণ কোর্সটিকে আরও জনপ্রিয় ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অধিক মাত্রায় প্রচারধর্মী উদ্যোগ ও কার্যক্রম গ্রহণ করার বিষয়ে উভয়ে অভিমত ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here