কলম্বিয়ায় সামরিক অভিযান আমার কাছে ভালোই শোনায়: ট্রাম্প

0
কলম্বিয়ায় সামরিক অভিযান আমার কাছে ভালোই শোনায়: ট্রাম্প

কলম্বিয়ায় ফের সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে অসুস্থ মানুষ বলেও উল্লেখ করেছেন তিনি।

গতকাল রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, কলম্বিয়া একটি ‘অসুস্থ মানুষের হাতে পরিচালিত হচ্ছে’। তারা যুক্তরাষ্ট্রে কোকেইন সরবরাহ করছে। একই সঙ্গে ট্রাম্প বলেন, ‘সে (পেত্রো) খুব বেশি দিন এটা করতে পারবে না।’

সাংবাদিক এ কথার পর জানতে চান, এর মানে কি কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান হতে পারে? জবাবে ট্রাম্প বলেন, ‘এটা আমার কাছে ভালোই শোনায়।’

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পর গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে উত্তেজনা চলছে। পেত্রো ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর আক্রমণ হিসেবেও অভিহিত করেছেন।

মাদক নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের পরিপ্রেক্ষিতে পেত্রো দাবি করেছেন, তার সরকার রেকর্ড পরিমাণ কোকেইন জব্দ ও মাদক উৎপাদনকারী ল্যাব ধ্বংস করেছে। এসব ট্রাম্পকে উপস্থিত হয়ে দেখতে কলম্বিয়া সফরের আমন্ত্রণও জানান তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here