কলমান্দায় বালু উত্তোলনে অর্থদণ্ড

0

নেত্রকোনার কলমাকান্দায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোসাফর হোসেন রিপন (৩৫) নামের যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এই দণ্ড প্রদান করেন।

গত বছরের শেষ দিনে মঙ্গলবার রাতে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের গজারমারি এলাকায় ডেনকি নদীতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অর্থ দণ্ডপ্রাপ্ত মোসাফর হোসেন রিপন ওই এলাকার মুসলিম নামে এক ব্যক্তির ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, গজারমারি এলাকায় ডেনকি নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন। অভিযান চালাকালীন সময়ে নদী থেকে বালু উত্তোলন করে একটি লরি গাড়িতে পরিবহনের সময় হাতেনাতে আটক করে প্রশাসন। পরে এই ঘটনায় জড়িত থাকায় মোসাফর হোসেন রিপনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও ভবিষ্যতে এমন কাজ না করার স্বীকারোক্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়।

কলমাকান্দার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here