কলমাকান্দায় নির্মানাধীন দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

0

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মো. ফারুক মিয়া (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের চান্দোয়াইল গ্রামে বুধবার (০২ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। মৃত ফারুক উপজেলা সদর ইউনিয়নের কুয়ারপুর গ্রামের মো.আব্দুর রহিম এর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দোয়াইল গ্রামের মো. হুসেন আলীর নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় কাজ করছিলেন ফারুক ও তার সহকর্মীরা। এসময় ভবনের পশ্চিম পাশে প্লাস্টারের মাঁচা তৈরির জন্য বাহির থেকে ঘরের ভিতরে যাওয়ার জন্য বারান্দার দেয়াল ধসে পড়ে। ওই দেয়ালের নিচে পড়ে যান নির্মাণ শ্রমিক ফারুক।  স্থানীয়সহ অন্যান্য শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: শামীম আরা নিপা তাকে মৃত ঘোষণা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here