নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার পালপাড়া বাজার এলাকায় এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে যায় উপজেলা প্রশাসন। রাত ১০টার দিকে পালপাড়া বাজার এলাকায় দোয়াত কলম প্রতিকের প্রার্থী আব্দুল কুদ্দুছ বাবুলের কয়েকজন কর্মী ২০-২৫টি মোটরসাইকেল করে মহড়া দিচ্ছিলেন। মোটরসাইকেলে নির্বাচনী পোস্টার লাগানো ছিল। একজনের হাতে হ্যান্ড মাইক ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে যান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল কুদ্দুছ বাবুলের কর্মী সোহেল রানাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।