কলকাতা নাইট রাইডার্সের আফগান স্পিনার মুজিব উর রহমান ডান হাতের ইনজুরিতে ভুগছেন। চলতি আসরে তাকে আর পাওয়া হচ্ছে না। তার বদলে দলে ভেড়ানো হয়েছে আরেক আফগান স্পিনার আল্লাহ গাজানফারকে।
১৬ বছর বয়সী এই স্পিনার খেলেছেন মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। চলতি মাসের শুরুতে আয়ারল্যান্ড সিরিজে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় গাজানফারের। সিরিজে দুই ম্যাচে থাকলেও পাননি কোনো উইকেট। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও জায়গা হয়নি তার।
গতকাল এক বিবৃতিতে গাজানফারকে দলে ভেড়ানোর খবর জানায় কলকাতা। ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতেই দলে ভেড়ানো হয়েছে আফগান এই স্পিনারকে।