কলকাতা বিমানবন্দরে আগুন

0

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার সকালের দিকে বিমানবন্দরের একটি অংশে নির্মাণ কাজ চলাকালীন এই অগ্নিকাণ্ড ঘটে।

বিমানবন্দরটির কনভেয়র বেল্টের কাছে অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে নির্মাণ শ্রমিকরা ঝালাইয়ের কাজ করছিলেন, এমন সময় ফুলকি থেকে আগুন ধরে যায়। তবে বিমানবন্দরের কর্মীদেরই তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে দাবি করা হয়েছে। অগ্নিকাণ্ডে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একটি সূত্র দাবি করেছে, বিমানবন্দরে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেইসময় আগুনের ফুলকি ছড়িয়ে কোনওভাবে আগুন লেগে যায়। যদিও বিষয়টি নিয়ে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিমানবন্দর সূত্র বলছে, বিমানবন্দরের আবর্জনা ফেলার স্থানেও আগুন ছড়িয়ে পড়েছিল। তবে এতে বিমানবন্দরে বিমানের উড্ডয়ন-অবতরণে কোনো ব্যাঘাত ঘটেনি। সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here