কলকাতার পথে উড়াল দিলেন লিটন

0

প্রথমবারের মতো আইপিএলে খেলতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন লিটন কুমার দাস। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে খেলবেন তিনি।

নিজেই এক ফেসবুক পোস্টে সেই কথা জানিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। তিনি লিখেছেন, ‘রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমাকে আপনার প্রার্থনায় রাখুন!’

সাকিবকে মিস করারর কথাও জানিয়েছেন লিটন। তিনি বলেছেন, ‘অবশ্যই খুবই ভালো লাগত। একসঙ্গে থাকতে পারতাম, শেয়ার করতাম, ভালো লাগত অবশ্যই। তবে কোনো কারণে হয়তো তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন।’

দেশ ছাড়ার আগে দুই দেশের ভক্তদের সমর্থনও চাইলেন লিটন, ‘আমার মনে হয়, এখানে আমাকে ভক্তরা যে সমর্থন দেয় তা ওখানেও দেবে। আশা করি ভালো কিছুই হবে। এটা আমার জন্য প্রথমবার আইপিএলে যাওয়া। অবশ্যই ভালো লাগছে। আমি খুশি। নিজের তেমন কোনো লক্ষ্য স্থির করিনি। সুযোগ পেলে ভালো খেলব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here